ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

মির্জা ফখরুলের বিরুদ্ধে মানহানির মামলার কার্যক্রম স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৭, ২৩ আগস্ট ২০১৭ | আপডেট: ২২:১১, ২৭ সেপ্টেম্বর ২০১৭

তিন বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে খুনির দল বলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা মানহানি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাই কোর্ট। বুধবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এএনএম বসির উল্লাহর হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ স্থগিতাদেশ দেন।

আদেশের পর আইনজীবী সগীর হোসেন লিয়ন সাংবাদিকদের বলেন, আদালত মামলা বাতিলে রুল জারি করেছে। এ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ থাকবে।

আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিয়ন।

২০১৪ সালের ২৪ আগস্ট মির্জা ফখরুল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি ও আওয়ামী লীগকে খুনির দল বলেন বলে এ মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

আওয়ামী মৎস্যজীবী লীগের সহসভাপতি নূরে আলম সিদ্দিকী ওই বছর ১ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মানহানির মামলা করে বলেন, ফখরুলের ওই বক্তব্যে আওয়ামী লীগ সমর্থক হিসেবে তারও মানহানি হয়েছে।

পুলিশের তদন্তে অভিযোগের প্রমাণ মেলায় অভিযোগটি বিচারের জন্য মামলা হিসেবে গ্রহণ করেন মহানগর হাকিম অমিত কুমার দে। পরে ফখরুল এ মামলায় জামিন পান।

এ মামলায় চলতি বছরের ৯ জুলাই অভিযোগ গঠন করে আদালত। এরপর মামলা বাতিলে হাই কোর্টে আবেদন করেন মির্জা ফখরুল।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি