ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মিলানের কাছে বার্সার হার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫, ৫ আগস্ট ২০১৮

হার দিয়ে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ শেষ করলো বার্সেলোনা। নিজেদের শেষ ম্যাচে এসি মিলানের বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে হেরেছে লা লিগা চ্যাম্পিয়নরা।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বার্সেলোনার বিপক্ষে মিলানের একমাত্র জয়সূচক গোলটি করেন আন্দ্রে সিলভা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কাছ থেকে বল জালে পাঠান পর্তুগিজ এই ফরোয়ার্ড।
প্রতিযোগিতায় মিলানের এটা প্রথম জয়। আর এরনেস্তো ভালভেরদের দলের এটা দ্বিতীয় পরাজয়।
টটেনহ্যাম হটস্পারকে টাইব্রেকারে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা বার্সেলোনা দ্বিতীয় ম্যাচে রোমার কাছে ৪-২ গোলে হেরেছিল। আর ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে টাইব্রেকারে হেরে শুরু করা মিলান দ্বিতীয় ম্যাচে টটেনহ্যামের কাছে ১-০ গোলে হারে।
আগামী ১২ অগাস্ট সেভিয়ার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপ দিয়ে নতুন মৌসুম শুরু হবে বার্সেলোনার।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি