ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিলি-আমিন খানের ‘ভালোবাসার রঙধনু’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৭, ৬ নভেম্বর ২০১৭ | আপডেট: ১০:২২, ৭ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। চলচ্চিত্রের পাশাপাশি বর্তমানে ছোট পর্দায়ও সমানতালে অভিনয় করছেন তিনি। তবে বিশেষ বিশেষ দিবসের নাটক ও টেলিফিল্মে দেখা যায় তাকে। অপরদিকে ছোট পর্দার মিষ্টিমুখ ফারহানা মিলি। সবসময়ই গল্প এবং চরিত্র বেছে কাজ করেন তিনি।

নতুন খবর হচ্ছে, জনপ্রিয় এই দুই অভিনয়শিল্পী সম্প্রতি একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটির নাম ‘ভালোবাসার রঙধনু’। এটি নির্মাণ করেছেন রবিউল ইসলাম প্রধান।

এরইমধ্যে গত শুক্র ও শনিবার রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

নাটকটির গল্প প্রসঙ্গে আমিন খান বলেন, ‘সব ভালোবাসারই যে মিলন হয় না এবং মিলন ছাড়াও যে ভালোবাসা অটুট থাকে সেটাই ‘ভালোবাসার রঙধনু’ নাটকে তুলে ধরা হয়েছে।‘

মিলির সঙ্গে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘মিলির সঙ্গে চার বছর পর কাজ করেছি। অভিনয়ে সে বেশ সাবলীল। যে কারণে আমাদের দু’জনের মধ্যে কাজের রসায়নও চমৎকার হয়েছে।’

আমিন খান আরও জানান, আগামী ২৩ নভেম্বর নাটকটি আরটিভিতে প্রচার হবে।

উল্লেখ্য, আমিন খান ও ফারহানা মিলি চার বছর আগে প্রথম অনন্য ইমনের নির্দেশনায় ‘ওয়াটার কালার’ নামে একটি নাটকে অভিনয় করেন।

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি