ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মিশরকে স্বৈরশাসনের আঁতুড়ঘর বানিয়ে ফেলেছেন সিসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৯, ২৮ নভেম্বর ২০১৭

মিশরের বিরোধীদলীয় প্রধান ও প্রতিবাদী নেতা আয়মান নূর বলেছেন, মিশরকে সেনা শাসনের আঁতুড়ঘর বানিয়ে ফেলেছেন সেনা শাসক আবদুল ফাত্তাহ আল সিসি।

আল-জাজিরার কাছে দেওয়া এক সাক্ষাতকারে আয়মান নূর বলেন, মিশর এখন স্বৈরশাসের কবলে আছে। স্বেরশাসনের অত্যাচার- নির্যাতনে বিরোধী দলের যে কোন নেতাই মৃত্যুর হুমকিতে রয়েছে দাবি করে তিনি বলেন, সিসির শাসনকালে দেশটিতে হাজার হাজার নেতা-কর্মী ঘুম-খুনের শিকার হয়েছেন।

এসময় তিনি বলেন, মিশরকে স্বৈরশাসনের আঁতুড়ঘর বানিয়ে ফেলেছেন সিসি। তিনি বিরোধী দল-মত সবকিছু চাপা দিয়ে দিচ্ছেন।

সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ও গাদ আল থাউরা’র প্রধান আয়মান নূর আরও বলেন, আবদুল ফাত্তাহ আল সিসির শাসন ব্যর্থ হয়েছে। এই শাসন  মিশরের জনগণের জন্য মারাত্মক হুমকি।

উল্লেখ্য, ২০০৫ সালে মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের শাসনের ‍বিরুদ্ধে সোচ্চার হন প্রবীণ এই নেতা। হোসনি মোবারকের শাসনের বিরুদ্ধে জনমত গঠন করার দায়ে তাকে কারাগারে যেতে হয়। কিন্তু এতেও দমে যাননি এই নেতা।

কয়েকদিন পরই মুক্তি পেয়ে হোসনি মোবারকের শাসনের বিরুদ্ধে মুখপাত্রের দায়িত্ব পালন করে আসছিল আয়মান নূর। আরব বসন্ত শুরুর আগ পর্যন্ত তিনি হোসনি মোবারকের বিরুদ্ধে লড়ে যান।

এসময় সিসিকে প্রতারক উল্লেখ করে আয়মান নূর বলেন, সিসি জাতীয় ও আন্তর্জাতিকভাবে মিথ্যা বলে আসছে। সে তার শাসনের বিষয়টি স্পষ্ট করছে না।

২০১৩ সালে ব্রাদারহুড সরকারের প্রধান প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর তিনি দেশত্যাগ করেন। প্রথমে তিনি লেবাননে আশ্রয় নেন। পরবর্তীতে তুরস্কে যান। এরপর আর দেশে ফেরেননি।

উল্লেখ্য, ২০১৭ সালে জনসাধারণকে উস্কানি দেওয়ার অভিযোগে তাকে ৫ বছরের কারাদন্ড দেন মিশরের একটি আদালত ।

সূত্র: আল-জাজিরার

এমজে/

 

 

 

Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি