ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিশরে বিশ্বের প্রথম ফতোয়া বুথ চালু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৯, ৩০ আগস্ট ২০১৭ | আপডেট: ১৩:১৩, ১ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বিশ্বের প্রথম ফতোয়া বুথ বা ইসলামিক অনুশাসন কেন্দ্র চালু করা হয়েছে মিশরের কায়রোর মেট্রোয় এ বুথের উদ্দেশ্যে হলো জনগণের কাছে বিনামূল্যে ইসলামী বিধিবিধান পৌঁছে দেয়া

মিশরের সুন্নি মুসলিম কর্তৃপক্ষ ‘আল-আজহার’র তত্ত্বাবধানে এসব বুথ স্থাপন করা হচ্ছে। শুরুতে প্রতিটি সাবওয়ে স্টেশনে একটি করে বুথ বসানো হবে। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব বুথে সেবা পাওয়া যাবে। সেখানে বসে থাকা আলেম বা শাইখরা বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

আহমেদ আল-সাব্বাহ নামের একজন শাইখ জানান, প্রতিদিন আমরা পরামর্শের জন্য ৫০ থেকে ৭০ জনের অনুরোধ পাচ্ছি। বেশিরভাগ অনুরোধই পারিবারিক যেমন- উত্তরাধিকার এবং বিবাহ বিচ্ছেদ সম্পর্কিত।

তিনি বলেন, যেসব তরুণরা মসজিদে যেতে চায়না তারা এসব বুথের মাধ্যমে ইসলামি পরামর্শ পাওয়ার একটি সুযোগ পাচ্ছে। তবে এই বুথগুলো মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার তৈরি করেছে।

একজন নারী বলেছেন, এরকম বুথ থাকাটা ভালো, কারণ এটা মানুষের কাছে অনেককিছু সহজ করে তোলে। আবার অনেকের আশঙ্কা, এর মাধ্যমে জনগণের মধ্যে ধর্মকে চাপিয়ে দেয়ার চেষ্টা হতে পারে।

 

//আর//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি