ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মিশরে মসজিদে হামলা : মৃতের সংখ্যা বেড়ে ৩০৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩১, ২৫ নভেম্বর ২০১৭

মিশরের সিনাই প্রদেশের সুফিবাদীদের একটি মসজিদে জঙ্গি গোষ্ঠীর হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩০৫ জনে দাঁড়িয়েছে। জঙ্গিগোষ্ঠীর হামলা থেকে বাঁচতে পারেনি শিশুরাও। হামলায় কমপক্ষে ২৭ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে মিশরের প্রধান প্রসিকিউটর নাবিল সাদেক।

নাবিল সাদেক আরও বলেন হামলার ঘটনায় কমপক্ষে ১২৬ মুসল্লী আহত হয়েছে। তিনি আরও বলেন, ২৫-৩০ জনের একটি জঙ্গিদের একটি দল ৫টি যানে চড়ে ছোট শহর বির-আল-আবদ এর ওই মসজিদে হামলা চালায়। এতে ৩০৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

হামলাকারীরা প্রথমে মসজিদটির মূল দরজা ঘিরে ফেলে। একইসঙ্গে তারা মসজিদটির ১২টি জানালার সামনে অবস্থান নিয়ে মুসল্লীদের ৭টি গাড়ি জ্বালিয়ে দেয়। এরপরই নামাজরত মুসল্লীদের উপর বোমা হামলা শুরু করে সন্ত্রাসীরা। পরে মসজিদ থেকে বের হয়ে আসা মুসল্লীদের উপর গুলি চালায় জঙ্গিরা । এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

সূত্র: এপি

এমজে/ এআর

    

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি