ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিস মাল্টিন্যাশনাল’র চূড়ান্ত আসরে প্রিয়তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

প্রথমবারের মতো ‘মিস মাল্টিন্যাশনাল’প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ। প্রতিযোগিতার আয়োজক ভারতের গ্লামানান্দ এন্টারটেইনমেন্ট। সুখবর হচ্ছে প্রতিযোগিতার চূড়ান্ত আসরে সুযোগ পেয়েছেন বাংলাদেশের প্রিয়তা ইফতেখার। প্রিয়তা ছাড়াও আসরের চূড়ান্ত প্রতিযোগিতায় আছেন বিশ্বের ২৫টি দেশের ২৫ জন প্রতিযোগী।

বিশ্ব আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে খুশি প্রিয়তা ইফতেখার গণমাধ্যমকে বলেন, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে গর্ব হচ্ছে। আমরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের সোনার বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাব।

আয়োজক গ্ল্যামানান্দ এন্টারটেইনমেন্টের পরিচালক নিখিল আনন্দ বলেন, প্রতিযোগীদের নিজ নিজ দেশের সৌন্দর্য, সংস্কৃতি আর ঐতিহ্যকে তুলে ধরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের লক্ষ্য।

প্রিয়তা ইফতেখার  আগে থেকেই সেলিব্রেটি। বিশ্বব্যাপী নারীদের ভ্রমণ আরও সহজ এবং সুলভ করতে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। একইসঙ্গে তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সম্প্রতি মালয়েশিয়ার মালাক্কায় অনুষ্ঠিত মিস ট্যুরিজমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন প্রিয়তা ইফতেখার।
/এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি