ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

মিয়ানমার ইস্যুতে সরকারকে দুষলেন ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০২২

মিয়ানমার ইস্যুতে সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করেছে বিএনপি। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই বারবার মিয়ানমার বাংলাদেশে হামলা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "মিয়ানমারের সামরিক ঔদ্ধত্য দিন দিন বেড়েই চলছে। বাংলাদেশের আকাশ সীমানা লংঘন করছে তারা। হামলার নিন্দা জানিয়ে, সরকারকে মেরুদন্ড সোজা করে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।"

এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান ফখরুল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে প্রধানমন্ত্রীকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি