মিয়ানমার থেকে আতপ চাল আসছে বাংলাদেশে
প্রকাশিত : ১৬:৪৫, ১৮ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২১:০৮, ১৯ সেপ্টেম্বর ২০১৭
মিয়ানমারে চলমান জাতিগত সহিংসতার মধ্যেই দেশটি থেকে এক লাখ মেট্রিকটন আতপ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩ মাসের মধ্যে এ চাল বাংলাদেশ আসবে।
আজ সোমবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে মিয়ানমারের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমন তথ্য জানান।
খাদ্যমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে এক লাখ মেট্রিকটন চাল আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৪৪২ ডলার।
এ বছর বন্যার ব্যাপক ক্ষতির সম্মুখিন হয় ফসলি জমি। এতে সরকারের খাদ্য শস্য সংরক্ষণ অভিযান ব্যর্থ হয়। এরপর সরকার বিভিন্ন দেশ হতে খাদ্য সামগ্রী আমদানির সিদ্ধান্ত গ্রহণ করে।
আরকে/ডব্লিউএন
আরও পড়ুন