ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিয়ানমার থেকে আরও ৫৬ নাগরিকের অনুপ্রবেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৭, ১৮ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের আদিবাসী সম্প্রদায়ের ৫৬ নাগরিক অনুপ্রবেশ করেছে। তারা বর্তমানে উখিয়ার কুতুপালংস্থ হিন্দু রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় জড়ো হয়ে আছেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে মিয়ানমারের ৫৬ নাগরিক ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছে। এর মধ্যে চাকমা, তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের মানুষ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে পরে জানানো হবে।  

অনুপ্রবেশ করা ব্যক্তিরা বলেছেন মিয়ানমারের রাখাইন রাজ্যের সংঘাতের কারণে সেখানে বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। প্রাণ বাঁচাতে এপারে পালিয়ে এসেছেন তারা। তারা সেখানে কৃষি এবং জুম চাষ করে জীবনধারণ করতেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন, জড়ো হয়ে থাকা মিয়ানমারের নাগরিকদের বিজিবির পাশাপাশি পুলিশও নিরাপত্তা দিচ্ছে। উপজেলা প্রশাসন ও বিজিবির মধ্যে এদের ব্যাপারে আলোচনা চলছে।

বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী জানিয়েছেন, কিছু লোকের অনুপ্রবেশের তথ্য পাওয়া গেছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।  

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি