ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিয়ানমার সেনাপ্রধানের বিচারের দাবি ব্রিটিশ এমপিদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ২২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:০৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রোহিঙ্গাদের গণহত্যার দায়ে মিয়ানমার সেনাপ্রধানকে আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি করার দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের শতাধিক এমপি। এ নিয়ে টুইটার বার্তায় বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ এমপি রুশনারা আলি, ব্রিটিশ সরকার ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। ব্রিটিশ পার্লামেন্টেও রোহিঙ্গা সংকট নিরসনের জোরালো দাবি ওঠে।
মিয়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে ব্যবস্থা নেয়ার দাবি তুলেছেন ১শ’রও বেশি ব্রিটিশ এমপি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বরাবর একটি চিঠিও দিয়েছেন তারা। এ ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানানো হয়।
পার্লামেন্টে রোহিঙ্গা সংকট নিরসনে জোরালো দাবিও তোলেন বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ এমপি রুশনারা আলি। একইসঙ্গে এ ধরনের অপরাধের জন্য জবাবদিহিতাও চান তিনি। এ ব্যাপারে যুক্তরাজ্য সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার তাগিদ দেন রুশনারা।
এছাড়া মিয়ানমারে অস্ত্রসহ সব ধরনের সামরিক সহায়তা বন্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকরেও ব্রিটিশ সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ দেন ব্রিটিশ এমপিরা।
বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য বলছে, গেল বছরের আগস্টে শুরু হওয়া সহিংসতায় মিয়ানমারে রাখাইনে প্রাণ হারিয়েছে ৭ হাজারেরও বেশি রোহিঙ্গা। আর বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে প্রায় ৭ লাখ রোহিঙ্গা।
সূত্র : দ্য ন্যাশনাল।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি