ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মিয়ানমারে আরও ৫ গণকবরের সন্ধ্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ১ ফেব্রুয়ারি ২০১৮

মিয়ানমারের রাখাইনে একের পর এক গণকবরের সন্ধ্যান বেরিয়ে আসতে শুরু করেছে। মিয়ানমারের সেনাবাহিনী দেশটিতে কোন গণহত্যা বা নিধনযজ্ঞ হয়নি বলে দাবি করে আসলেও বার্তা সংস্তা এপি দাবি করেছে, দেশটিতে অন্তত ৫টি গণকবরের সন্ধ্যান পেয়েছে তারা। স্যাটেলাইট থেকে নেওয়া স্থির চিত্রে এ গণকবরগুলো চিহ্নিত করে এপি।

এ ছাড়া মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যের অর্ধশতাধিক গ্রামে এ তাণ্ডবলীলা চালায় দেশটির সেনাবাহিনী। ওই গ্রামগুলোতে গণহত্যা থেকে শুরু করে, আগুন দিয়ে পুড়িয়ে হত্যা এমন এসিড দিয়ে পুড়িয়ে হত্যার প্রমাণ পেয়েছে বার্তা সংস্থাটি।

স্যাটেলাইটের ফুটেজ ছাড়াও বাংলাদেশে পালিয়ে আসা অন্তত ২৫ রোহিঙ্গা নাগরিকের কাছ থেকে নেওয়া ভিডিও ফুটেজের মাধ্যমে গণহত্যা ও পুড়িয়ে হত্যার বিষয়ে যথেষ্ট প্রমাণ পেয়েছে এপি। এ পর্যন্ত পাওয়া তথ্যমতে মিয়ানমারের সেনাবাহিনী অন্তত ৪০০ রোহিঙ্গা নাগরিককে হত্যা করেছে।

বিস্তারিত আসছে-


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি