ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিয়ানমারে ভূমিকম্পে আহতদের জন্য রেড ক্রিসেন্ট’র ত্রাণ সহায়তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৪, ১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা হিসেবে এক টন হাইজিন কিট প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। মঙ্গলবার সকালে সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম (অব.) কুর্মিটোলা বিমান বাহিনী ঘাঁটিতে সহকারী বিমান বাহিনী প্রধান এভিএম জাভেদ তানভীরের কাছে আনুষ্ঠানিকভাবে ২০০ প্যাকেট হাইজিন কিট হস্তান্তর করেন। অন্যান্য ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৮ টন শুকনা খাবার, ২.৫ টন পানি, ৪ টন ওষুধ, ১ টন হাইজিন পণ্য এবং ১.৫ টন ত্রাণ তাঁবু।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি পরিবহন বিমানের মাধ্যমে জরুরি ওষুধ এবং ত্রাণ সামগ্রীর দ্বিতীয় চালানে এ সহায়তা পাঠানো হয়েছে। ৩৭ জন সদস্যসহ মোট ৫৫ জন উদ্ধারকারী এবং চিকিৎসক মিয়ানমারের জন্য জরুরি উদ্ধার কাজ ও সহায়তায় প্রেরণ করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।

হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-মহাসচিব সুলতান আহমেদ, বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক অভিযান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ দৌলা; কর্নেল শফিক (সামরিক অভিযান ) এবং বিডিআরসিএস এর ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক জনাব মো. মিজানুর রহমান সহ বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত রোববার (৩০ মার্চ ২০২৫) বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে মিয়ানমারে জরুরি ত্রাণ সামগ্রীর প্রথম চালান প্রেরণ করা হয়েছিল - যার মধ্যে ছিলো ওষুধ, তাঁবু, শুকনো খাবার এবং চিকিৎসক দল।

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি