ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিয়ানমারের প্রথম গণতান্ত্রিক সরকারের প্রেসিডেন্ট হলেন অং সান সু চি’র ঘনিষ্ঠ সহযোগী তিন চিয়াও

প্রকাশিত : ১৩:৫৭, ১৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:৫৭, ১৫ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

mpদীর্ঘ সামরিক শাসনের অবসানের পর মিয়ানমারের প্রথম গণতান্ত্রিক সরকারের প্রেসিডেন্ট হলেন অং সান সু চি’র ঘনিষ্ঠ সহযোগী তিন চিয়াও। মঙ্গলবার সকালে পার্লামেন্টের ভোটাভুটিতে অন্য দুই জনকে হারিয়ে জয় পান জ্যেষ্ঠ এ রাজনীতিক। এতে করে অর্ধ শতাব্দিরও বেশি সময় পর দেশটির সব্বোর্চ আসনে বসলেন একজন বেসামরিক নেতা। আগামী ১ এপ্রিল তার দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। মিয়ানমারের নিয়ম অনুযায়ী, পার্লামেন্টের উভয়কক্ষ থেকে একজন করে প্রার্থী ও সেনাবাহিনী থেকে একজন প্রার্থী প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য মনোনয়ন পান। এদের মধ্যে হেরে যাওয়া দুই প্রার্থী ভাইস  প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি