মিয়ানমারের রাখাইন রাজ্যে ৩ জন রোহিঙ্গাকে হত্যার অভিযোগ
প্রকাশিত : ১৮:৫৫, ২২ জুন ২০১৭ | আপডেট: ১৯:২০, ২২ জুন ২০১৭
মিয়ানমারের রাখাইন রাজ্যে ৩ জন রোহিঙ্গাকে হত্যার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার ডেইলি এ তথ্য জানায়। এতে বলা হয়, রাখাইন রাজ্যের মায়ু পার্বত্য এলাকায় রোহিঙ্গাদের একটি ট্রেনি ক্যাম্পে অভিযান চালিয়ে এদের হত্যা করে সেনাবাহিনী। ঘটনাস্থল থেকে গান পাউডারসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। এরআগে গেল মার্চে কয়েকশ তরুন রোহিঙ্গাদের নিয়ে দল গঠনের খবর প্রকাশিত হয় সংবাদ মাধ্যম রয়টার্সে।
আরও পড়ুন