ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মিয়ানমারের সরকারকে সহায়তার অঙ্গীকার সেনা প্রধানের

প্রকাশিত : ১৬:০৭, ২৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:০৭, ২৭ মার্চ ২০১৬

Myanmarগণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন সরকারকে সব রকম সহায়তা দেয়ার অঙ্গীকার করলেন, মিয়ানমারের সেনা প্রধান জেনারেল মিন অং হায়েন। বার্ষিক প্যারেড অনুষ্ঠানে তিনি আরো বলেন, দেশ ও জাতির কল্যাণে সেনাবাহিনী সবসময় জনগনের পাশে থাকবে। গেল নভেম্বরে নির্বাচনের মাধ্যমে ৫০ বছরেরও বেশী সময় ধরে চলা সামরিক শাসনের অবসান হয় দেশটিতে। নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করে অং সান সুচির দল এনএলডি। তবে সাংবিধানিক ভাবে সামরিক জান্তা সরকারের হাতেই থাকছে সংসদের ২৫ শতাংশ আসন। বিশ্লেষকরা  বলছেন, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু হলেও সামরিক প্রভাব থেকেই যাচ্ছে মিয়ানমারের শাসন ব্যবস্থায়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি