ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

মিয়ানমারের সামরিক বিমান আন্দামান সাগরে বিধ্বস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৪, ৮ জুন ২০১৭ | আপডেট: ১৪:৫৫, ৮ জুন ২০১৭

১২২ আরোহী নিয়ে নিখোঁজ মিয়ানমারের সামরিক বিমানটি আন্দামান সাগরে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
মিয়ানমারের সামরিক বাহিনী তাদের ফেসবুক পেইজে এক বিবৃতিতে আন্দামান সাগরে বিমানের ধ্বংসাবশেষ ও আরোহীদের মৃতদেহের সন্ধান পাওয়া গেছে বলে জানায়। বৃহস্পতিবার সকালে আন্দামান সাগরে এক পুরুষ, এক নারী ও এক শিশুর মরদেহ পাওয়া গেছে। সেখান থেকে একটি চাকা, বেশ কিছু লাইফ জ্যাকেট এবং লাগেজও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। বুধবার মায়িক থেকে ইয়াঙ্গুনের দিকে যাওয়ার পথে হঠাৎ করেই বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি