ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মিয়ামিতে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ১৫ জুলাই ২০২৩

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক এবার খবরের শিরোনামে এলেন সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে! ফ্লোরিডার রাস্তায় চলতি অবস্থায় ট্রাফিক সিগন্যাল ভেঙে এগিয়ে যাচ্ছিল মেসির গাড়িটি। কিছু আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, মেসি কিংবা তার গাড়ির চালক ট্রাফিক সিগন্যাল বুঝতে পারেননি।

গাড়িটি মেসি নিজে ড্রাইভ করছিলেন কি না সেটাও নিশ্চিত হওয়া যায়নি। লাল বাতি জ্বলে ওঠার পরও গাড়িটি এগিয়ে যাচ্ছিল। এ সময় অন্যদিক থেকে কিছু গাড়ি চলে আসে।

মেসির গাড়িকে এগিয়ে যেতে দেখে উল্টো দিকের গাড়িগুলোর চালকরা বুঝতে পারেন, কোথাও একটা ভুল হচ্ছে।

তাই তারা নিজেদের গাড়ির গতি কমিয়ে দেন। ফলে বড় দুর্ঘটনা থেকে বেঁচে যান মেসি। ঘটনার পর স্থানীয় পুলিশ মেসির গাড়িটি নিরাপদে তার বাসায় পৌঁছে দেয়। 

উল্লেখ্য, আগামীকাল মেসিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা ইন্টার মিয়ামির।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি