ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস পেলেন ১৫ সাংবাদিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৪, ২২ এপ্রিল ২০২৪

১৮তম ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস পেয়েছেন ১৫ জন সাংবাদিক। শিশুদের অধিকার নিয়ে অসামান্য কাজের জন্য এই স্বীকৃতি পেলেন তারা।

সোমবার (২২ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে  মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস-২০২৪ প্রধান করা হয়। 

১৮তম মীনা মিডিয়া অ্যাওয়ার্ডসে শিশু সংক্রান্ত বিষয়াবলী নিয়ে প্রতিবেদন করার জন্য তিনজন, শিশু সাংবাদিকসহ মোট ১৫ জন বাংলাদেশি সাংবাদিককে পুরস্কৃত করেছে ইউনিসেফ।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, শিশুদের প্রয়োজনগুলো  সবার সামনে তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যা সমাজ ও নীতিনির্ধারক উভয়ের জন্য পথনির্দেশনা হিসেবে কাজ করে।

বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন- আহমদুল হাসান (প্রথম আলো), মো. সাজিদ হোসেন (প্রথম আলো), মো. বনি আমিন (যমুনা টিভি), মো. সবুজ মাহমুদ (ইন্ডিপেন্ডেন্ট টিভি), মো. রাকিবুল হাসান তামিম (ঢাকা পোস্ট), মো. জসীম উদ্দিন (ঢাকা পোস্ট), মুছা মল্লিক (ঢাকা পোস্ট), নজরুল ইসলাম (ঢাকা পোস্ট), বরিউল আলম (ঢাকা নোট), সাধন কুমার সরকার (প্রতিদিনের বাংলাদেশ), শারমিন রিমা (সিভয়েস টুয়েন্টিফোর ডটকম), উদিসা ইসলাম (বাংলা ট্রিবিউন)।

১৮ বছরের নিচে বিজয়ীরা হলেন-মো. সাফায়েত হোসেন শান্ত (দৈনিক আজকের সুন্দরবন), মো. মুজাহিদ ইসলাম (এটিএনবাংলা), মো. নাঈম ইসলাম (ইকোনোমিক নিউজ টুয়েন্টিফোর ডটকম)।

মীনা মিডিয়া অ্যাওয়ার্ডসের ১৮তম এই আসরে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের প্রিন্ট, ফটো ও ভিডিও সাংবাদিকদের কাছ থেকে এক হাজারের বেশি প্রতিবেদন জমা পড়ে। গত বছর যেখানে জমা পড়েছিল মাত্র ৩০০টি।

এরমধ্যে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন ৬৫ জন। নয় সদস্যের একটি বিশেষজ্ঞ বিচারক প্যানেল এই ৬৫ জনের মধ্য থেকে ১৫ জনকে বিজয়ী নির্বাচিত করেন। 

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা ট্রিবিউন পত্রিকার নির্বাহী সম্পাদক রিয়াজ আহমদ। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিসেফের ন্যাশনাল ডাউইল অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মীমসহ ইউনিসেফের চাইল্ড অ্যাডভোকেটস এবং বিভিন্ন দাতা সংস্থা ও গণমাধ্যমের প্রতিনিধিরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি