ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মীর কাশেম আলীর অবিলম্বে ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত : ১৬:১৯, ১৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:১৯, ১৪ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত মীর কাশেম আলীর অবিলম্বে ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্রান্তিক একুশ নামের একটি সংগঠন। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ গুলোর শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে এই বিক্ষোভে অংশ নেয়। এসময় ১৯৭৩ সালের দালাল আইনের তালিকা অনুযায়ি একাত্তরের মানবতা বিরোধী অপরাধে অপরাধীদের শ্বাস্তির আওতায় আনার আহ্বান জানান সাবেক ছাত্র নেতা এ্যাডভোকেট রাশেক রহমান। অনুষ্ঠানের  সভাপতি সংসদ সদস্য মো. হাবিবে মিল্লাত, ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের আগেই মীর কাশেমের ফাঁসি কার্যকর করে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে পবিত্র করার আহ্বান জানান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি