ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মীর কাশেম আলীর আপিলের রায় আগামীকাল

প্রকাশিত : ১৯:০৪, ৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:০৪, ৭ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা মীর কাশেম আলীর আপিলের রায় আগামীকাল। আপিলের রায়ে সর্বোচ্চ শাস্তির আশা করছে রাষ্ট্রপক্ষ। আর আসামী পক্ষ বলছে, তারা ন্যায় বিচার পাবেন। মানবতাবিরোধী অপরাধে হত্যা, গুম ও নির্যাতনের ১৪ অভিযোগে ২০১৪ সালের ২রা নভেম্বর মীর কাশেম আলীকে মৃত্যুদন্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় পুর্নবিবেচনার জন্য ওই বছরের ৩০ নভেম্বর আপিল করে আসামী পক্ষ। রাষ্ট্রপক্ষ ও আসামীপক্ষের যুক্তি তর্ক শেষে আগামী কাল আপিল বিভাগের কার্য তালিকার এক নম্বরে রয়েছে আপিলের রায়টি। আসামী পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, তারা ন্যায় বিচার আশা করছেন। তবে আপিলের রায়েও সর্বোচ্চ দন্ড বহাল থাকবে বলে আশা করছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। এদিকে মীর কাশেম আলীর রায় নিয়ে করা মন্তব্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হককে লিগ্যাল নোটিশ দিয়েছেন এক আইনজীবী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি