মীর কাসেমের সঙ্গে দেখা করার জন্য বিকেলে পরিবারের সদস্যদের ডেকেছে কারাকর্তৃপক্ষ
প্রকাশিত : ১২:২৭, ৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:২০, ৩ সেপ্টেম্বর ২০১৬
গাজীপুর কাশিমপুর কারাগারে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর সঙ্গে দেখা করার জন্য বিকেলে পরিবারের সদস্যদের ডেকেছে কারাকর্তৃপক্ষ। প্রাণভিক্ষা না করায় চলছে ফাঁসি কার্যকরের প্রস্তুতি। এদিকে, রায় কার্যকরকে কেন্দ্র করে কারাগার এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
গাজীপুরের কাশিমপুর কারাগারে চলছে যুদ্ধাপরাধী মীর কাসেমের ফাঁসির দণ্ড কার্যকরের প্রস্তুতি। বিকেলে তার সঙ্গে দেখা করতে পরিবারের সদস্যদের ডেকেছে কারা কর্তৃপক্ষ।
সকাল থেকেই কারাগার ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
মীর কাসেম রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না- শুক্রবার এ’ সিদ্ধান্ত জানানোর পর থেকেই বাড়ানো হয় নিরাপত্তা। একইসঙ্গে চলতে থাকে ফাঁসি কার্যকরের প্রস্তুতি। এরইমধ্যে প্রধান জল্লাদ শাজাহানসহ কয়েকজন জল্লাদকে কাশিমপুর কারাগারে আনা হয়েছে বলে জানা গেছে।
মীর কাসেমের ফাঁসির দণ্ড বহাল রেখে রিভিউ রায়ের পর গত মঙ্গলবার রায়ের পূর্ণাঙ্গ কপি যায় কশিমপুর কারাগারে। পরদিন রায় পড়ে শোনানো হয় তাকে।
চট্টগ্রামে কিশোর মুক্তিযোদ্ধা জসিমকে নির্যাতন ও হত্যার দায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আরও পড়ুন