মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী জুয়েল বৈদ্যের মৃত্যু
প্রকাশিত : ১৫:৩০, ২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:৩৩, ২ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন গড়তাকিয়া বাজার এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্থানীয় ব্যবসায়ী জুয়েল বৈদ্য (৩৯)।
গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুয়েল বৈদ্য যখন তার মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন, ঠিক তখনই হঠাৎ এক পথচারী দৌড়ে রাস্তা পার হতে যান। এসময় বাইক ও পথচারীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে জুয়েল বৈদ্য বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। অপরদিকে, পথচারীও সামান্য আঘাত পান, তবে তার আঘাত গুরুতর ছিল না।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত জুয়েল বৈদ্যকে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা সংকটাপন্ন দেখে কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার এক ঘণ্টা পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (২ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল থেকে তার মরদেহ নিজ এলাকায় আনা হয় এবং সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।
জানা গেছে, নিহত জুয়েল পেশায় কাঠ ও ফার্নিচার ব্যবসায়ী ছিলেন। তার অকাল প্রয়াণে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী বলছেন, জুয়েল একজন বিনয়ী, সদালাপী ও সদাহাস্যোজ্জ্বল মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার মতো একজন জনপ্রিয় ও মানবিক ব্যক্তির মৃত্যু মীরসরাইয়ের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে জানান এলাকার মানুষজন।
উল্লেখ্য, জুয়েল বাংলাদেশ যুব ঐক্য পরিষদের মীরসরাই উপজেলা আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
আরও পড়ুন