ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুক্ত পরিবেশে সত্যিকারের উৎসবমুখর ঈদ: আমীর খসরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩১, ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনেক বছর পর এবার মুক্ত পরিবেশে সত্যিকারের উৎসবমুখর এবং নির্ভয়ে ঈদ উদযাপন হচ্ছে। সবার মাঝে অতিরিক্ত আনন্দ বিরাজ করছে।

সোমবার (৩১ মার্চ) ঈদ জামাত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সোমবার সকালে আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম মহানগরীর কাট্টলীস্থ পারিবারিক নাজিরবাড়ি  জামে মসজিদে ঈদ জামাত আদায় করেন।

নামাজ শেষে তিনি সাংবাদিকদের আরো বলেন, সব ঈদই ঈদ। তবে, এবার ভিন্ন ঈদ হচ্ছে। স্বাভাবিকভাবে সবার মাঝে অতিরিক্ত আনন্দ কাজ করছে। ঈদ জামাত শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সবার সাথে কুশল বিনিময় করেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি