ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা উৎসব উপলক্ষ্যে ৭ দিনব্যাপী অনুষ্ঠান

প্রকাশিত : ২২:৪৫, ২২ মার্চ ২০১৬ | আপডেট: ২২:৪৫, ২২ মার্চ ২০১৬

মুক্তিযুদ্ধ জাদুঘরের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা উৎসব উপলক্ষ্যে শুরু হলো ৭ দিনব্যাপী অনুষ্ঠান। মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় প্রথমদিনের অনুষ্ঠান শুরু হয় দক্ষিণ খান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের  দলীয় নৃত্য পরিবেশনের মধ্যদিয়ে। পরে ভিশন থিয়েটারের পরিবেশনায়, জগলুল হায়দারের রচনা ও শেখ শাফায়েতুর রহমানের নির্দেশনায় পরিবেশিত হয় নাটক নাড়াই। নাটকটিতে বিশ্বজুড়ে হিংসা, হানাহানি ও যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদের চিত্র উঠে এসেছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি