ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

মুক্তিযুদ্ধের সিনেমা ‘জেকে ১৯৭১’র টিজার প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ২৯ মে ২০২২

বাংলাদেশের  মহান মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘জেকে ১৯৭১’র টিজার প্রকাশ পেয়েছে।

সিনেমাটি নির্মাণ করেছেন ফাখরুল আরেফীন খান। গড়াই ফিল্মসের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে টিজারটি প্রকাশ পেয়েছে। ধীরে ধীরে সিনেমাটির অফিসিয়াল ট্রেলার ও পোস্টার প্রকাশ হবে বলেও জানান নির্মাতা।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষকে সহায়তার জন্য ফরাসী যুবক জ্যঁ কুয়ে ছিনতাই করেছিলেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)-এর একটি বিমান। তার দাবি ছিল, বাংলাদেশের স্বধীনতাকামী মানুষের জন্য ২০ টন ওষুধ ও চিকিৎসাসামগ্রী ওই বিমানে তুলে দিতে হবে এবং তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের সব যাত্রী। এই ঘটনাকে অবলম্বন করেই গড়ে উঠেছে সিনেমাটিার কাহিনি।
 
গড়াই ফিল্মসের ব্যানারে নির্মিত ‘জেকে ১৯৭১’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড এবং রাশিয়ান অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো ও অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি। এছাড়াও পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীলসহ আরও প্রায় ৩৬ জন শিল্পী সিনেমাটিতে অভিনয় করেছে।

আরএমএ/এমএম/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি