ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধির প্রস্তাব দিয়েছে মন্ত্রিসভা অনুমোদন

প্রকাশিত : ১৮:৪৬, ২৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:৪৬, ২৪ অক্টোবর ২০১৬

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ৭ জন বীরশ্রেষ্ঠ এর ভাতা ১২ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০ হাজার টাকা। সর্বোচ্চ ১৫৮ শতাংশ পর্যন্ত ভাতা  বৃদ্ধি করা হয়েছে। যা কার্যকর হবে গেল জানুয়ারি থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হওয়ায় তাদের শুভেচ্ছা জানান মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন আইন ও জাতীয় লবন নীতি ২০১৬ এর খসড়া অনুমোদনসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ নীতিমালা ২০১৬ এর খসড়া ও শহীদ পরিবারবর্গের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধির প্রস্তাবও অনুমোদন পায়। পরে মন্ত্রিপরিষদ সচিব জানান, চলতি বছরের জানুয়ারী থেকেই ভাতা বৃদ্ধির ঘোষণা কার্যকর হবে। মুক্তিযুদ্ধে সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে চার পর্যায়ের খেতাবপ্রাপ্তরাই বর্ধিত ভাতা পাবেন বলে জানান তিনি। প্রথমত ভাতা বৃদ্ধির পরিমাণ নির্ধারন করা হয়েছে ৪ পর্যায়ের খেতাবপ্রাপ্তদের ক্ষেত্রে। এর মধ্যে রয়েছে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাব। ৭ জন বীরশ্রেষ্ঠের ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা, বীর উত্তমদের ভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা, বীর বিক্রমদের ভাতা ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা, বীর প্রতীকদের ভাতা ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে। মুক্তিযুদ্ধে আহত কিংবা শারীরিকভাবে ক্ষতিগ্রস্থদেরও ৪ পর্যায়ে বিবেচনা করে ভাতা বৃদ্ধি করা করা হয়েছে। এ শ্রেণীর পঙ্গু মুুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৩০ হাজার থেকে বাড়িয়ে ৪৫ হাজার টাকা, বি শ্রেণীর ২০ হাজার থেকে ৩৫ হাজার টাকা, সি শ্রেণীর ১৬ হাজার থেকে ৩০ হাজার টাকা এবং ডি শ্রেনীর ৯ হাজার ৭ শ থেকে ২৫ হাজার টাকায় বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও ভাতা বৃদ্ধি করা হয়েছে শহীদ পরিবারের সদস্যদের। এক্ষেত্রে বিবেচনায় নেয়া হয়েছে কয়েকটি পর্যায়। শহীদ পরিবারের সদস্যদের মাসিক ভাতা মাসে ১৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা বীরশ্রেষ্ঠ শহীদ পরিবারের ভাতা ২৮ হাজার থেকে বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হয়েছে। তবে সাধারন মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর বিষয়ে কোন আলোচনা হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব।
Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি