ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মুক্তিযোদ্ধা কোটা বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৫, ১৫ মার্চ ২০১৮

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে গত কয়েকমাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মধ্যেই এবার মুক্তিযোদ্ধা কোটা বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করতে যাচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’।

আজ বৃহস্পতিবার সংগঠনের দপ্তর সম্পাদক আহমেদ রাসেল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তি বলা হয়, মুক্তিযোদ্ধা কোটা বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ও ৫ দফা দাবিতে সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেছে সংগঠনটি। আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হবে।

প্রেসক্লাবের সামনে সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠিতব্য এ সমাবেশ ও মানববন্ধনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাইকে অংশ নিতে বিশেষ আহ্বান জানান তিনি। 

আরকে//এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি