ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুক্তিযোদ্ধা পুলকেশ বড়ুয়া আর নেই

প্রকাশিত : ১৪:১১, ২৯ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৫:০৫, ২৯ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

প্রবীণ মুক্তিযোদ্ধা ও সমাজ কর্মী পুলকেশ বড়ুয়া আজ সোমবার ভারতের ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে চিকিৎসা চলাকালে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। পারিবারিক সূত্র এ কথা জানায়।

মুক্তিযুদ্ধের পর তিনি শিক্ষকতা পেশায় যোগ দেন এবং পরে অবসর গ্রহণের আগ পর্যন্ত চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি বালক বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পুলকেশ বড়ুয়া মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্যা শুভাকাঙ্খী রেখে গেছেন। 

তার লাশ আগামীকাল মঙ্গলবার দেশে আনা হবে বলে ধারণা করা হচ্ছে। পরে তার লাশ চট্টগ্রামের সাতকানিয়ায় তার কারিয়ানগর গ্রামে দাহ করা হবে।

সূত্র: বাসস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি