ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঢাবি শাখার নেতৃত্বে জয়-উদয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ২৫ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটিতে সভাপতি খাদিমুল বাশার জয় ও সাধারণ সম্পাদক রাশিদ শাহরিয়ার উদয় নির্বাচিত হয়েছেন। 

বুধবার (২৫ জানুয়ারী) মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড, কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুল ইসলাম প্রিন্স ও সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক লিখিত বিজ্ঞপ্তিতে দুই (২) সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড এর গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক গতিশীলতা নিশ্চিতকরণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্বের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে এই নতুন কমিটি ঘোষণা করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বীর মুক্তিযোদ্ধার সন্তানদেরকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা অগ্রণী ভূমিকা পালন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আগ্রহী বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সাংগঠনিক কর্মকাণ্ড বিবেচনাপূর্বক স্বল্প সময়ের মধ্যে নবগঠিত আংশিক কমিটির অন্যান্য শূন্য পদে পদায়ন করতে হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি