ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতির দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৫, ৫ মে ২০১৮

মুক্তিযোদ্ধাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান ঘোষণা করে  মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। তিনি বলেন, আমাদের সংবিধানে মুক্তিযুদ্ধ বিষয়ে সাংবিধানিক স্বীকৃতি থাকলেও মুক্তিযোদ্ধাদের বিষয়ে কোনো সাংবিধানিক স্বীকৃতি নেই, অথচ  যেখানে আফ্রিকার অনেক পিছিয়ে পড়া দেশেও রয়েছে। বিষয়টি  সত্যিই  দুঃখজনক।   তাই তাদের সাংবিধানিক স্বীকৃতি এখন সময়ের দাবী।
শনিবার চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মুক্তিযোদ্ধার সন্তান ও পরিবার সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত মুক্তিযোদ্ধা-জনতা সংহতি মহাসমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, অবিলম্বে মুক্তিযোদ্ধাদের সঠিক ও নির্ভুল তালিকা প্রণয়ন করে তাদের সব  দাবি মেনে নিতে হবে। মনে রাখতে হবে মুক্তিযোদ্ধার অশ্রু বিসর্জন মানে বাংলাদেশ নামক রাষ্ট্রের হৃদয় হতে রক্ত ক্ষরণ। মুক্তিযুদ্ধের প্রশ্নে, মুক্তিযোদ্ধাদের প্রশ্নে, কোনো আপোষ চলবে না।
তিনি উপস্থিত মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, এই দেশ আপনাদের দেশ, আপনাদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশ। আমরা যে যেখানে যে পদে আসীন হয়েছি, যে সুবিধা নিচ্ছি, তা আপনাদের জন্য সম্ভব হয়েছে। কাজেই কেউ যদি আপনাদের বিন্দুমাত্র অসম্মানের চেষ্টা করে তিনি যেই হোক না কেনো তাদের বিরুদ্ধে গর্জে উঠুন। যেমনটি আপনারা গর্জে উঠেছিলেন পাকিস্তানীদের বিরুদ্ধে ১৯৭১ সালে।
মুক্তিযোদ্ধাদের অসম্মানকারীদের হুশিয়ার করে ব্যারিস্টার তুরিন  বলেন, এই দেশ  মুক্তিযোদ্ধাদের দেশ। এই সত্যটি মানতে আপনাদের কষ্ট হলে দয়া করে পাকিস্তান চলে যান। সেখানে আপনাদের পূর্ব পুরুষরা আপনাদের ফুলের মালা  দিয়ে বরণ করে নিবে। কিন্তু মুক্তিযোদ্ধাদের দেশে থেকে তাদের কে অপমান করা বরদাস্ত করা হবে না।
মুক্তিযোদ্ধা সংসদের মহানগর কমান্ডার মোজাফফর আহমদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শহীদ বুদ্ধিজীবীর সন্তান ডা. নুজহাত চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান ওয়াসিকা আয়েশা খান এমপি  প্রমুখ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি