ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুখ খুললেন পাওলি দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০২, ২৬ নভেম্বর ২০১৭ | আপডেট: ২১:০৪, ২৬ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

পাওলি দাম পড়াশুনা করেছেন রসায়ন বিদ্যায়। বিজ্ঞানের রসায়নে পাওলি কেমন, দর্শক তা না জানলেও পর্দায় পাওলির রসায়নে মুগ্ধ তার দর্শকরা। অন্তরঙ্গ দৃশ্যে পাওলির সরব উপস্থিতি অন্য সবাইকে ছাড়িয়ে গেছে। আর এসব ছবি করতে গিয়ে তাকে নিতে হয়েছে সাহসী সব সিদ্ধান্ত। 

কোনওদিন অভিনয় জীবন থেকে পিছপা হননি গুণী এই অভিনেত্রী৷ কখনো প্রশংসার জোয়ারে ভেসেছেন। আবার কখনো নিন্দুকের কটাক্ষের শিকার হয়েছেন। কিন্তু অন্তরঙ্গ দৃশ্যের কথা উঠলে একটি বিষয় বড় বিরক্তিকর অভিনেত্রীর কাছে৷ কেমন করে সেই অন্তরঙ্গ দৃশ্য শুট করেছেন? এই প্রশ্নের উত্তর দিতে একদম পছন্দ করেন না পাওলি৷

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে গিয়ে নায়িকা জানান, শয্যাদৃশ্যের প্রয়োজন হলে তা অভিনেতা-অভিনেত্রীকে করতেই হয়৷ সেখানে তারা একটি চরিত্রকে তুলে ধরেন৷ কিন্তু শুটের পরে সে দৃশ্য কেমন করে করেছেন? এর জন্য কতবার রি-টেক নিয়েছেন? কতবার মহড়া দিতে হয়েছে? এই প্রশ্নগুলি বড় বিরক্তিকর৷ অভিনেত্রী আর চরিত্রের মধ্যে পার্থক্য বুঝতে হবে৷

অনুষ্ঠানে পাওলি জানান, অভিনয়ে আসার কথা কখনই তিনি ভাবেননি৷ তার পরিবারের প্রায় সকলেই শিক্ষকতা পেশা বেছে নিয়েছেন৷ তার বাবা-মা চেয়েছিলেন মেয়ে সৃষ্টিশীল কোনও কাজ করুক৷ আর সে ইচ্ছেই তিনি পূরণ করেছেন৷ শুধু টলিউড নয়, বলিউডও তার অভিনয়ের ধার দেখেছে৷

সূত্র: সংবাদ প্রতিদিন (কোলকাতা)

 

এমজে/এসএইচ

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি