শ্রমিক ধর্মঘট
মুখে পোড়া মবিল মেখে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ
প্রকাশিত : ১৬:৫৪, ২৯ অক্টোবর ২০১৮
মুখে পোড়া মবিল মেখে শ্রমিক ধর্মঘটের নামে সাধারণ মানুষের হয়রানি করার প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধনে শিক্ষার্থীরা এ প্রতিবাদ জানান। শ্রমিকদের এ আন্দোলনে নারী নির্যাতন, শিশুহত্যা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোগান্তির কথা তুলে ধরা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- শিক্ষার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা, আন্দোলনের নামে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি না করা এবং অ্যাম্বুলেন্সসহ অন্যান্য রোগী বহনকারী গাড়ি চলাচল করতে দেওয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী আবদুল করিম বলেন, যখন যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল, তখন তাদেরকে দমন করতে হেলমেট বাহিনী মরিয়া হয়ে উঠেছিল। আজকে যখন সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা শ্রমিকদের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছে । তখন পুলিশ বাহিনী এবং হেলমেট বাহিনী নীরব ভূমিকা পালন করছে।
পরিবহন শ্রমিকরা আন্দোলনের নামে সাধারণ মানুষদের হয়রানি করছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন।
এসএইচ/
আরও পড়ুন