ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

মুখ্যমন্ত্রীর নির্দেশে নিরাপত্তারক্ষী পেলেন হাসিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২০, ২৫ মার্চ ২০১৮ | আপডেট: ২০:২৯, ২৫ মার্চ ২০১৮

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পরেই নিজের জন্য নিরাপত্তা রক্ষী পেলেন ভারতীয় পেসার মুহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান।

শামির সঙ্গে তাঁর স্ত্রী হাসিন জাহানের বেশ কিছুদিন ধরেই পারিবারিক অশান্তি চলছে। থানা, পুলিশ, আদালত থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং সবশেষে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন হাসিন জাহান।

শুক্রবার বিধান সভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন শামি পত্নী হাসিন। এরপর মুখ্যমন্ত্রীর কাছে তিনি নিরাপত্তা দাবি করেন। শনিবার থেকেই হাসিনের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক একজন নিরাপত্তা রক্ষী বহাল করা হয়েছে। এ দিকে, উত্তর প্রদেশ থেকে তদন্ত সেরে কলকাতা ফিরেছে লালবাজারের বিশেষ দল।  

জানা গেছে, উত্তর প্রদেশে মুহম্মদ শামির সঙ্গে দেখা না হলেও শামির পরিবারের দশ জনের জবানবন্ধি রেকর্ড করেছেন তাঁরা। যার মধ্যে রয়েছেন, শামির এক মামাও।    

কেআই/এসি  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি