ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুগ্ধতা ছড়াচ্ছে হাবিব-শার্লিনা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ১৩ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:৫৪, ১৩ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

প্রকাশ পেয়েছে হাবিব ওয়াহিদ ও ফুয়াদ আল মুক্তাদিরের মিউজিক ভিডিও ‘চলো না’। প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল ১২ জানুয়ারি রাতে অন্তর্জালে এটি প্রকাশ করেছে।

আসিফ ইকবালের কথায় হাবিব-ফুয়াদের সুর, কণ্ঠ আর সংগীতের পাশাপাশি ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গানটিতে আলাদা একটি মাত্রা যোগ করেছেন নির্মাতা। ভিডিওটিতে হাবিবের বিপরিতে আছেন মডেল শার্লিনা।

ভিডিওটির শুটিং হয়েছে শ্রীলঙ্কায়। সেখানে ২৬ ও ২৭ ডিসেম্বর শুটিং করেন তিনি। প্রকাশিত ভিডিও দেখে দর্শক মুগ্ধ। কারণ এটি প্রকাশের পর থেকেই প্রশংসা কুড়াচ্ছেন সংশ্লিষ্টরা। প্রকাশের পর এক রাতেই গানটির ভিউ অতিক্রম করেছে লাখের ঘর। ইউটিউবে মন্তব্যও আসছে অনেক। অধিকাংশই প্রশংসামূলক।

তবে গানটিতে কিছু বিজ্ঞাপন কৌশল ব্যবহারের কারা হয়েছে। যা নিয়ে সমালোচনা করেছেন দর্শক-শ্রোতারা। অনেকেই বলছেন, শেষ পর্যন্ত মিউজিক ভিডিওতেও ঢুকে যাচ্ছে বিজ্ঞাপন যন্ত্রণা।

এদিকে গানটি নিয়ে হাবিব বলেন, ‘শার্লিনা এর আগেও আমার গানে কাজ করেছেন। চমৎকার এক অভিজ্ঞতা হলো। এবার বেশ আলাদা আবহে এলাম আমরা। নতুন গানটিতে আমাদের আরও সুন্দর মানিয়েছে।’

উল্লেখ্য, ভিডিওটি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেল ছাড়াও কলকাতার প্রতিষ্ঠান এসভিএফ মিউজিকের মাধ্যমে ভারতে প্রকাশিত হয়েছে।

প্রকাশিত ভিডিও দেখতে ক্লিক করুন :

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি