ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মুজিব-দর্শন: কর্মীবান্ধব নেতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৩, ২০ আগস্ট ২০১৮ | আপডেট: ২৩:৪৯, ২০ আগস্ট ২০১৮

চলছে আগস্ট মাস। বাঙালি জাতির শোকের মাস, বাঙালি জাতির হারাবার মাস। এই আগস্ট মাসের ১৫ তারিখেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পায়নি শিশু শেখ রাসেলও। ইতিহাসের এই ঘৃণ্যতম হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধ চেতনা ও বঙ্গবন্ধুর নাম মুছে ফেলে বাংলার মাটিতে পাকিস্তানি চেতনা প্রতিষ্ঠা করা।

বাঙালি বীরের জাতি। বহু চড়াই উৎরাই পেরিয়ে অনেক সংগ্রাম করে সেই বীর বাঙালি জাতিই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। গত প্রায় ১০ বছর ধরে ক্ষমতায় আছে বঙ্গবন্ধুর নিজের হাতে গড়া দল “বাংলাদেশ আওয়ামী লীগ”। অন্যান্য বারের মত এইবারও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শোক দিবস।

তবে আগামী নির্বাচনের আগে এই শোক দিবস শেষ শোক দিবস হওয়ায় অনেকে নিজেদের নির্বাচনি প্রচারণাও চালিয়েছেন বেশ সজোরে। গত প্রায় ১০ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে দেশে আওয়ামী লীগের নেতা হবার চেষ্টাকারী লোকজনের আধিক্য বেশ লক্ষণীয়। আওয়ামী লীগের প্রবীণ এবং ত্যাগী নেতারা প্রায়ই অভিযোগ করে থাকেন এই সব নব্য আওয়ামী লীগারদের ভীরে নাকি প্রকৃত আওয়ামী লীগার খুজে পাওয়া বেশ দুষ্কর। আচ্ছা, এই নব্য আওয়ামী লীগাররা কতটুকু ধারণ করতে পারেন আওয়ামী লীগকে? কতটুকু ধারণ করতে পারেন বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনকে?

আসুন আজ এই দিনে ফিরে তাকাই ইতিহাসের দিকে। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার টিকাটুলীর কে এম দাস লেন রোডের রোজ গার্ডেন প্যালেসে `পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ` প্রতিষ্ঠিত হয়, যার সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং সাধারণ সম্পাদক ছিলেন টাঙ্গাইলের শামসুল হক। সেই দলের একজন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন শেখ মুজিবুর রহমান পরবর্তীতে যিনি হয়ে উঠেন জনগণের প্রাণের নেতা ‘বঙ্গবন্ধু’। বিভিন্ন ত্যাগ, সংগ্রাম আর আন্দোলনের মধ্য দিয়ে তিনি হয়ে উঠেন বাঙালির প্রাণের স্পন্দন। বাঙালি জাতির ওপর তর্জনী তুলে কথা বলার ক্ষমতা যার ছিল, যিনি পুরো জাতিকে নিজের আত্মার অবিচ্ছেদ্য অংশ করে নিয়েছিলেন। যার কথা শুরু হতো "আমার ভাই ও বোনেরা" অথবা "আমার দেশ" দিয়ে। "আমার" বলাটা তাকেই মানায় যে নিজের চেয়ে অন্যকে বেশি ভালবাসতে জানে। অন্যকে যে নিজের অংশ করে নিতে পারে, "আমার" শব্দটা তার জন্যই প্রযোজ্য।

আর নিয়তির কি খেলা সেই প্রথম সভাপতি তার নিভু নিভু জ্বলে থাকা দলটিকে নিয়ে আগাতে থাকেন এবং সম্পাদক সরে যান ইতিহাসের লাইম লাইট থেকে। ইতিহাস সাক্ষ্য দেয় একজন বঙ্গবন্ধু উঠে এসেছিলেন একজন সাধারন কর্মী থেকে প্রতিষ্ঠা কালীন সভাপতি বা পরিবারতন্ত্র থেকে নয়।

আমরা যদি বর্তমান সময়ের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবনের দিকে লক্ষ্য করি তাও আমরা দেখবো তিনি তৃণমূল থেকে রাজনীতি করা অসম্ভব কর্মী-বান্ধব এক নেত্রী। তিনি ১৯৬৬-৬৭ সালে ছাত্রলীগ থেকে ইডেন কলেজের ছাত্রী সংসদের সহ-সভাপতি নির্বাচিত হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকাকালে ছাত্রলীগের রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। বঙ্গবন্ধুর কন্যা তথা তৎকালীন আওয়ামী লীগের সভাপতির কন্যা হিসেবে জননেত্রী শেখ হাসিনা চাইলেই এমপি, মন্ত্রী বা আওয়ামী লীগের বড় কোন পদে অধিষ্ঠিত হয়ে রাজনীতি শুরু করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি।

তিনি তার পিতার রাজনৈতিক আদর্শকে ধারন করেছেন বলেই রাজনীতি শুরু করেছেন তৃণমূল পর্যায় থেকে। নিজেকে প্রতিষ্ঠা করেছেন একজন কর্মী বান্ধব নেতা হিসেবে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে জননেত্রী শেখ হাসিনা যখন দলীয় প্রধান হিসেবে নির্বাচিত হন তখন তিনি দেশে উপস্থিত ছিলেন না। সুতরাং তার বিন্দু মাত্র প্রভাব বিস্তারের সুযোগ ছিল না। আওয়ামী লীগের কর্মী এবং সমর্থকরাই তাকে দলীয় প্রধান হিসেবে নিযুক্ত করেন। এটি সম্ভব হয়েছে শুধু মাত্র তৃণমুলে তার অভাবনীয় জনপ্রিয়তার কারণে। জননেত্রী শেখ হাসিনা ভীষণ কর্মীবান্ধব নেতা হবার কারণে, আওয়ামী লীগের কর্মীরা জানতেন তিনি পারবেন আওয়ামী লীগের দুঃসময়ে দলের হাল ধরতে, দলকে ঐক্যবদ্ধ করতে। এমনকি টানা ৩৭ বছর ধরে সব ষড়যন্ত্র মোকাবেলা করে সফলভাবে দলের হাল ধরে থাকার পরও তার জনপ্রিয়তা একটুও কমেনি, বরং দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজ যখন তিনি নিজেই আওয়ামী লীগে নতুন নেতৃত্বের কথা ভাবতে বলেন, তার কর্মীরা সমস্বরে ‘না না’ বলে ওঠেন। আওয়ামী লীগের সব স্তরের নেতা-কর্মীরা বিশ্বাস করেন তাদের শেষ ভরসাস্থল “জননেত্রী শেখ হাসিনা”। আর এসব সম্ভব হয়েছে তার কর্মী-বান্ধবতা গুনটির কারণেই।

কাজেই যারা নেতা হওয়ার স্বপ্ন দেখেন বা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের পতাকা তলে আশ্রয় পেতে চান তাদের প্রতি অনুরোধ, কোন বিশেষণে গর্বে গর্বিত না হয়ে আগে নিজেকে আওয়ামী লীগের কর্মী হিসেবে তৈরি করুন, মূল্যায়ন করতে শিখুন আপনার পাশের সহযোদ্ধাদের। তা না হলে ভুলে যাবেন না, আওয়ামী লীগে যেমন বঙ্গবন্ধুর উদাহরণ আছে, ঠিক তেমনি আছে তার প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং সম্পাদকের নিভে যাওয়ার ইতিহাস। মনে রাখতে হবে যে আওয়ামী লীগ মিলিটারি ব্যারাকে সামরিক শাসকের উদরে জন্ম নেওয়া কোন দল নয়। ক্ষমতার মসনদে বসে এই দলের জন্ম হয়নি। জন্ম হয়েছে সংগ্রামের মধ্য দিয়ে, পাকিস্তানি সামরিক জান্তার রক্ত চক্ষু উপেক্ষা করে গন-মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। তাই জন্ম লগ্ন থেকে আওয়ামী লীগ পেয়েছে গন-মানুষের আকুন্ঠ সমর্থন। এই গণমানুষের ভালোবাসার কারণেই শত ষড়যন্ত্র মোকাবেলা করে আজও আওয়ামী লীগ বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে।

বাহারি রঙের মুজিব কোর্ট পরে, ব্যানার ফেস্টুন টাঙ্গিয়ে বা সেলফি তুলে আওয়ামী লীগের নেতা হওয়া যায় না। নেতা হবার পূর্ব শর্ত কর্মীবান্ধব হওয়া, কর্মীদের দিকে তর্জনী তুলে কথা বলা নয়। ভুলে গেলে চলবে না “তর্জনী তোলা একজনকেই মানায়, ‘আমার’ বলাটাও একজনকেই শোভা পায়, বাকি যারা সেই চেষ্টা করে তাদের ভাঁড়ের মত লাগে।”      

 

লেখক: লেখক ও গবেষক।

এসএইচ/

 


** লেখার মতামত লেখকের। একুশে টেলিভিশনের সম্পাদকীয় নীতিমালার সঙ্গে লেখকের মতামতের মিল নাও থাকতে পারে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি