ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

মুঠোফোনে কল দিয়ে ভাড়া নেয়া যাবে রিক্সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২২, ৮ জানুয়ারি ২০২২

হাতে থাকা মুঠো ফোন থেকে কল দিয়ে রিক্সা ভাড়া নেয়া যাবে। ক্ষুদ্র এই লেনদেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ট্রাস্ট আজিয়াটা পে বা ট্যাপ।

শনিবার সকালে রাজধানীর ধানমণ্ডি এলাকায় তিনশ’ রিক্সা নিয়ে পাইলট প্রকল্পের উদ্বোধন করেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়রা আজম। 

এসময় রিক্সা চালকদের দেয়া হয় কিউআর সম্বলিত আইডি কার্ড। 

প্রতিটি রাইডে রিক্সাচালকরা ট্যাপ থেকে পাবেন অতিরিক্ত দশ শতাংশ, আর যাত্রীরা পারেন দশ শতাংশ ক্যাশ ব্যাক। 

এই পাইলট প্রকল্পটি চলবে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি