ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুন্নী সাহার স্বামী কবির হোসেন তাপস আসলে কে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৭, ৪ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

আলোচিত ও সমালোচিত সাংবাদিক মুন্নী সাহা। বিগত দুই দশক ধরে বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতায় পরিচিত মুখ। নানা কারণে তিনি সমালোচনার শিকার হয়েছেন। প্রশংসিত হয়েছেন নানা অনুসন্ধানী প্রতিবেদন আর কর্মমুখর জীবনের জন্য। তবে দেশের মানুষ সবসময়ই তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলী ছিলেন। এর কারণও মুন্নী সাহা নিজে। 

সম্প্রতি মুন্নী সাহার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউটে বেতনের বাইরে মিলেছে ১৩৪ কোটি টাকার লেনদেন হিসাব। বিভিন্ন সময় ১২০ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। স্থগিত করা ব্যাংক অ্যাকাউন্টে এখনও রয়েছে অবশিষ্ট  ১৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।

এছাড়া জানা গেছে, মুন্নী সাহা, তার স্বামী কবির হোসেন তাপস এবং তাদের মালিকানাধীন এমএস প্রমোশনের হিসাবে এই অর্থ পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এই খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্লাটফর্মে এই নিয়ে আলোচনা আর সমালোচনার ঝড় বইছে। আলোচনার কেন্দ্রবিন্দু, মুন্নীর অ্যাকাউন্টে এই টাকা কোথা থেকে এসেছে? আর প্রতিবেদনে আসা তার স্বামী  কবির হোসেন তাপস কে? মুন্নী সাহার সঙ্গে তার বিয়ের বিস্তারিত জানতে চায় তারা। 

২০১৬ সালে দৈনিক প্রতিদিনের সংবাদে একটি সাক্ষাতকার দেন মুন্নী সাহা। সেথানে তিনি এক প্রশ্নের জবাবে জানান, তিনি সাংবাদিকতা করতে গিয়ে বিয়ে করার সময় পাননি। পারিবারিক চাপ ছিল কিন্তু এখনতো বয়স হয়ে গেছে, তাই আর বিয়ে নিয়ে ভাবছি না। 

প্রতিবেদকের একটি প্রশ্ন ছিল, প্রেম হয়েছিল কখনো?

ওই প্রশ্নের উত্তরে মুন্নী সাহা জানান, প্রেম ঠিক না খুব ভালো বন্ধুত্ব। তাপস দা, মানে কবির হোসেন তাপস। ব্যবসায়ী। তাপসদাও বিয়ে করেননি। আমরা দুজনেই একসঙ্গে বিয়ে করার সময় পাইনি। আমি বোধহয় প্রেমই করতে চেয়েছি। বিয়ে করতে চাইনি। বিয়ে করলে তো প্রেম থাকে না।

ওই প্রতিবেদক আরও প্রশ্ন করেন, কখনো মনে হয় না, বিয়ে করলেই ভালো হতো, সংসার-ছেলেমেয়ে থাকত?

মুন্নী সাহার সাফ জবাব, না, মনে হয়নি। এটিএন বাংলা, এটিএন নিউজ এরাই আমার বাচ্চা। আসলে একসঙ্গে অনেক কাজ করতে পারি না আমি।

জানা গেছে, মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপস ‘এমএস প্রমোশন. নামে একটি ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠান পরিচালনা করেন। ব্যাংক নথি থেকে জানা গেছে, প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করে স্থানীয় বাজারে সরবরাহ করে থাকে। 

এছাড়া আরেকটি সূত্র জানিয়েছেন, বাজারের বিভিন্ন পণ্যের ডিজিটাল মার্কেটিং করার পাশাপাশি, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে তারা ব্যবসায়িক কাজ পরিচালনা করেন। তবে এই তথ্যের কোনো সঠিক সূত্র পাওয়া যায়নি। 

এদিকে  মুন্নী সাহা ও কবির হোসেন তাপসের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে প্রেম করেছেন। আর অনেকদিন ধরে তারা একসঙ্গেও থাকছেন। পরবর্তীতে তারা আইনিভাবে বিয়ে সম্পন্ন করেন, প্রায় বছর আট আগে। 

এসএস// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি