ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুন্সিগঞ্জের সোনিয়া আক্তারের হত্যাকারীদের বিচারের দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩, ২৪ এপ্রিল ২০১৭

মুন্সিগঞ্জের সোনিয়া আক্তার

মুন্সিগঞ্জের সোনিয়া আক্তার

Ekushey Television Ltd.

মুন্সিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী সোনিয়া আক্তারের হত্যাকারীদের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে তার স্বজনসহ সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা। এ’ ঘটনায় গজারিয়া থানায় মামলা করেছে নিহত সোনিয়ার পরিবার। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
গত ১৭ এপ্রিল সকালে মুন্সিগঞ্জের গজারিয়ার বালিয়াকান্দিতে বাড়ির উঠানে চাপকলে পানি নেয়ার সময় এইচএসসি পরীক্ষার্থী সোনিয়া আক্তারের গায়ে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হওয়ায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয় তাকে। চারদিন চিকিৎসাধীন থাকার পর মারা যায় সোনিয়া।
স্বজনদের অভিযোগ, রাজন মিয়া নামে এক জমির দালাল প্রায়ই উত্যক্ত করতো সোনিয়াকে। তবে, হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামী করে গজারিয়া থানায় মামলা করেছেন সোনিয়ার মা হাজেরা বেগম। প্রকৃত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।
সোনিয়ার হত্যাকারীদের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে তার সহপাঠি, শিক্ষকরাও। এরইমধ্যে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
হত্যাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গজারিয়াবাসীর।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি