ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

মুন্সীগঞ্জে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত

প্রকাশিত : ১৮:৪৩, ২৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৪৩, ২৩ আগস্ট ২০১৬

মুন্সীগঞ্জে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর এলক্ষ্যে ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসনের জন্য একটি প্রকল্প পাস হয়েছে একনেক সভায়। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ২’শ ৮৩ কোটি ২৯ লাখ টাকার প্রকল্পটি অনুমোদন দেয়া হয়। প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রায় ৪’শ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হবার ফলে পরিবেশের কোন ক্ষতি হবে না বলেও জানান তিনি। এছাড়াও আরো ৪টি নতুন প্রকল্পও অনুমোদন দেয়া হয় একনেকের সভায়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি