ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

মুন্সীগঞ্জে দেশের প্রথম পতাকা ভাস্কর্য [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ৯ মার্চ ২০১৮

দেশের প্রথম পতাকা ভাস্কর্য নির্মাণ করা হয়েছে মুন্সীগঞ্জে। পতাকা-৭১ নামে এই ভাস্কর্য হওয়ায় খুশি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা। ভাষ্কর্যটি দেখার জন্য প্রতিদিনই ভীড় জমাচ্ছে বিভিন্ন বয়সের মানুষ। জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত হয়েছে এই ভাস্কর্য।

সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক।

মুন্সীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র লিচুতলায় দেশের প্রথম পতাকা ভাস্কর্য ‘পতাকা-৭১’ এর লে-আউট করা হয়। ছয় দফা দাবির ছয়টি হাতের ওপর দেশের পতাকার আদলে এই ভাস্কর্যটি তৈরি হয়েছে। দোসরা মার্চ পতাকা দিবসে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃত্বে উদ্বোধন করা হয় দেশের প্রথম এই পতাকা ভাস্কর্য।

মুন্সীগঞ্জের সর্বস্তরের মানুষ বলছে, ভাস্কর্যটি দেখে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে জেলা প্রশাসনের উদ্যোগে নির্মাণ করা হয়েছে এই পতাকা ভাস্কর্য।

সারাদেশে এ’ ধরনের উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করে মুন্সীগঞ্জবাসী।

ভিডিও লিংক:


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি