ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মুন্সীগঞ্জে হাজার বছরের পুরানো বৌদ্ধ বিহার আবিস্কার (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ১১ জুলাই ২০১৮

মুন্সীগঞ্জের নাটেশ্বরে আবিস্কার হয়েছে হাজার বছরের পুরানো বৌদ্ধ বিহার।  চীন  ও বাংলাদেশ যৌথ উদ্যোগে প্রত্মতাত্মিক নিদর্শনটি উদ্ধারে নগরীর খননকাজ চলছে। এরই মধ্যে মাটির নিচের এই সভ্যতা দেখতে ভিড় করছে অনেকে মানুষ। 

নাটেশ্বর বৌদ্ধমন্দির, এক হাজার বছর আগের নির্মান শৈলীর অনন্য নির্দশন।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার নাটেশ্বরে ২০১০ সালে এটি আবিস্কৃত হয়। রামপাল ও বজ্রযোগিনী ইউনিয়নের তিনটি গ্রামে ৯টি পরীক্ষামূলক খননের পর বিহারটি আবিষ্কৃত হয়।

খননে মিলছে- সীমানা প্রাচীর, আদ্রতা রোধক দেয়াল, ঝামা ইটের ব্যবহার, কারুকার্যময় নির্দশন। মিলেছে পাকা রাস্তা, আবাসন পরিকল্পনার পরিকল্পিত  বিন্যাসেরও।

৫টি নির্মাণযুগের নিদর্শন দেখতে এর মধ্যেই এখানে ভীড় করছে অনেকে।

নাটেশ্বরর পুরাকীর্তি পরিপূর্ণ উন্মোচিত হলে এই এলাকা হয়ে উঠতে পারে দেশের আরেকটি পর্যটন কেন্দ্র ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি