ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সাঈদের মুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ২৩ নভেম্বর ২০১৭

মুম্বাই হামলার মাস্টারমাইন্ড ‘জামায়াত-আত-দাওয়ার’ অন্যতম সদস্য হাফিজ সাঈদকে মুক্তি দিয়েছে পাকিস্তানের একটি আদালত। গত বুধবার পাকিস্তানের সর্বোচ্চ আদালত এই রায় দেয়।

গত বছর হাফিজ সাঈদের বিচারকার্য্ শুরু করে দেশটির সর্বোচ্চ আদালত। এর আগে গত বছরের অক্টোবরে হাফিজকে গ্রেফতার করে পুলিশ।

যুক্তরাষ্ট্র ও ভারত জামায়াত-আত-দাওয়াকে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার অঙ্গসংঠন বলে দাবি করে আসছে। একইসঙ্গে  ২০০৮ সালে ভারতে মুম্বাই হামলার জন্য সংগঠনটিকে দায়ী করে আসছে ভারত।

উল্লেখ্য, ওই হামলায় কমপক্ষে ১৬০ জন বেসামরিক লোক নিহত হন, আহত হন এক হাজারেরও বেশি মানুষ।

সূত্র: আলজাজিরা

এমজে/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি