ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মুম্বাইয়ে ধসে পড়া বিলবোর্ডের মালিক গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ১৭ মে ২০২৪

মুম্বাইতে বিলবোর্ডের দুর্ঘটনায় ১৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারতীয় পুলিশ সেই বিলবোর্ডের মালিককে গ্রেপ্তার করেছে। বিশাল বিলবোর্ডটি একটি পেট্রোল স্টেশনে ধসে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত রাতে ভিন্দেকে উদয়পুরের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের যুগ্ম কমিশনার লক্ষ্মী গৌতম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে বলেছেন, বৃহস্পতিবার গভীর রাতে প্রায় ৮শ’ কিলোমিটার উত্তরে পর্যটন শহর উদয়পুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, আমাদের দলগুলো তাকে খুঁজে বের করার চেষ্টা করছিল এবং অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তার খোঁজ পায়।

সোমবারের দুর্ঘটনার ধ্বংসাবশেষের নিচ থেকে আরও ৭৫ জনকে উদ্ধার করা হয়েছে। উপকূলীয় এই মেগাসিটিতে প্রবল বৃষ্টি এবং ধুলো ঝড়ের সময় বিশাল বিলবোর্ডটি ধসে পড়ে। ঝড় গাছ উপড়ে ফেলে। শহরের আশেপাশের বিভিন্ন এলাকায় সংক্ষিপ্ত বিদ্যুৎ বিভ্রাট হয় এবং শহরের ট্রেন নেটওয়ার্ক ব্যাহত হয়। মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িকভাবে ফ্লাইট বাতিলের পাশাপাশি কমপক্ষে ১৫টি প্লেন ঘুরিয়ে দেওয়া হয়।

বিলবোর্ডের মালিক ভাভেশ ভিন্দের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছে পুলিশ। বিলবোর্ড ধসের পর মালিক মুম্বাই থেকে পালিয়ে গিয়েছিলেন।

মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মুম্বাইয়ের সমস্ত বিলবোর্ডের অডিট করার নির্দেশ দিয়েছেন যাতে অন্যত্র দুর্ঘটনার পুনরাবৃত্তি না হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি