ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

মুম্বাইয়ে ভবন ধসে নিহত ১৭, শিবসেনা নেতা গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৯, ২৬ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:৩২, ২৭ জুলাই ২০১৭

ভারতের মুম্বাইয়ের শহরতলীর ঘাটকোপারের দামোদার পার্ক এলাকার  একটি চারতলা ভবন ধসে এক নাবালকসহ ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ভবনটির মালিক শিবসেনা নেতা সুনিল শিতাপকে গ্রেপ্তার করা হয়েছে।

ভবনটির নিচতলায় সংস্কার কাজ করার সময় মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৪৩ মিনিটে সেটি ধসে পড়ে। ভবনটির ধ্বংসস্তূপের নিচে বহু লোক চাপা পড়ে আছে। এ ঘটনায় সুনিল শিতাপের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগে মামলা করা হয়েছে। 

ওই ভবনের নিচতলায় ছিল একটি নার্সিং হোম। এছাড়া ভবনটিতে আরো ১২টি পরিবার বসবাস করতো বলে জানিয়েছে পুলিশ। গত দুই মাস ধরে নার্সিং হোমটি বন্ধ ছিল। সুনিল এটিকে গেস্টহাউসে রূপান্তর করতে কাজ করছিল।

মঙ্গলবার রাতে মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাবিস দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা তদন্তের নির্দেশ দেন। সূত্র: এনডিটিভি।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি