ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মুম্বাইয়ে ভবনে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ৪ জানুয়ারি ২০১৮

ভারতের মুম্বাইয়ে একটি ভবনে আগুনে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার মধ্যরাতে মুম্বাইয়ের মোরাল এলাকার মাইমুন ভবনে তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
মুম্বাইয়ের ফায়ার ব্রিগেড থেকে জানানো হয়, বুধবার রাত দেড় টার দিকে ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। ২ টা ১০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস ২ টা  ৩৪ মিনিটে ঘটনাস্থলে গিয়ে পৌছায়।
আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৪ জনকে মৃত ঘোষণা করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা চার ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে গত ২৯ ডিসেম্বর মুম্বাইয়ের কামালা মিলস রেস্টুরেন্ট ও শপিং কম্পাউন্ড এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডে ১৪ জন নিহত হন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, অধিকাংশই ধোঁয়ার মধ্যে দম বন্ধ হয়ে মারা যান।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি