ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মুম্বাইয়ে রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে নিহত ১৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫০, ২৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৫:২৭, ২৯ ডিসেম্বর ২০১৭

ভারতের মুম্বাইয়ের কমলা মিলস কমপাউন্ড ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বহুতল ওই ভবনের একটি রেস্টুরেন্টে থাকা অন্তত ১৫ জন অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। এদের মধ্যে ১২ জনই নারী। যাদের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বহুতল ওই ভবনের তৃতীয় তলা থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে আগুন দ্রুত ভবনের আশপাশের রেস্টুরেন্ট ও অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ে।


এ সময় আগুনের ধোয়ায় পুরো ভবন ঢাকা পড়ে। বহুতল এই ভবনে বিভিন্ন বহুজাতিক সংস্থার কার্যালয়, কিছু মিডিয়ার কার্যালয় ও রেস্টুরেন্ট রয়েছে।

পুলিশ জানিয়েছে হতাহতের শিকার বেশিরভাগ মানুষই ছাদের ওই রেস্টুরেন্টে একটি জন্মদিনের পার্টিতে এসেছিলেন। এ সময় হঠাৎ করেই ভবনের আগুন ওই রেস্টুরেন্টে ছড়িয়ে পড়লে পুড়ে মারা যান ১৫ জন।

খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ও কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনেন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

তথ্যসূত্র: এনডিটিভি, টাইমস অব ইনডিয়া।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি