ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

'মুল হোতা' তামিম ও জিয়াকে ধরিয়ে দিলে ২০ লক্ষ টাকা পুরস্কার

প্রকাশিত : ১৪:২৮, ২ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:২৮, ২ আগস্ট ২০১৬

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির একাংশের প্রধান তামিম চৌধুরী ও আনসারউল্লাহ বাংলা টিম প্রধান সৈয়দ জিয়াউল হককে ধরিয়ে দিতে ২০ লাখ টাকা করে পুরষ্কার ঘোষণা করেছে পুলিশ। দুপুরে পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে আইজিপি এ ঘোষণা দেন। এ সময় তামিম ও জিয়া গুলশান, শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ব্লগার হত্যাকান্ডে সাথে জড়িত বলে  দাবি করেন তিনি। গুলশানের হলি আর্টিজান রেস্তোঁরা ও শেলাকিয়ায় ঈদগাহ ময়দান সংলগ্ন এলাকায় হামলা, কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানসহ দেশের বিভিন্ন স্থানের সংঘটিত জঙ্গি হামলার বিষয়ে কথা বলতে পুলিশ সদর দফতরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সাম্প্রতিক জঙ্গি হামলার সাথে জড়িতদের শণাক্তের দাবি করেন আইজি। নিষিদ্ধ জেএমবির একাংশের প্রধান তামিম ও আনসারউল্লাহ বাংলাটিমের প্রধান চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়ার বিষয়েও কথাও বলেন তিনি। আইজিপি বলেন, জঙ্গিরা সংখ্যায় কম, আর তাদের দমনেও সক্ষম আইনশৃঙ্খলাবাহিনী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি