ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মুশফিক কথা শোনেনি, নিজের সিদ্ধান্তে সব করেছে : পাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ৯ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২১:২৭, ৯ সেপ্টেম্বর ২০১৭

চট্টগ্রাম টেস্ট হারার পর ফের কাঠগড়ায় বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। খোদ বিসিবি সভাপতি কাল অভিযোগের আঙুল তুললেন অধিনায়কের দিকে। নাজমুল হাসান সাফ বললেন, ‘চট্টগ্রাম টেস্টে চারে ব্যাট করতে বলা হয়েছিল মুশফিকুরকে। কিন্তু তিনি কথা শোনেনি। নিজের সিদ্ধান্তে সব করেছেন।

শুক্রবার কোনো রাখঢাক না করে বোর্ড প্রধান বলেন, মুশফিক কিপিং চালিয়ে যাবে কিনা, তার কাছে জানতে চেয়েছিলাম। চারে সে ব্যাট করবে কিনা, সেটাও জিজ্ঞেস করেছি ওকে। আগেরদিনও বলেছিলাম, চারে ব্যাট করুক। ও করেনি।’

এদিন নিজের বাসায় সাংবাদিকদের বিসিবি সভাপতি জানান, টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ হেরেছে।

তিনি বলেন, আমি অত বড় বিশেষজ্ঞ নই। তবুও যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলব, চট্টগ্রামে আমাদের হারার প্রথম কারণ ব্যাটিং। টপঅর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে চট্টগ্রাম টেস্টে তামিম-সাকিবের মতো ব্যাটসম্যানরাও রান পায়নি, এটা একটা কারণ। আর টপঅর্ডার দুই ইনিংসেই পুরোপুরি ব্যর্থ। এটাই আমাদের পিছিয়ে দিয়েছে।

ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি বাজে ফিল্ডিংকেও দায়ী করেন বিসিবি প্রধান।

//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি