ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

মুশফিকের জোড়া মাইলফলক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ২৫ অক্টোবর ২০১৮ | আপডেট: ১০:১১, ২৫ অক্টোবর ২০১৮

মুশফিকুর রহীম কিংবদিন্তির পর্যায়ে এমনিতেই চলে গেছেন তার অসাধারণ ক্যারিয়ার দিয়ে। তবে, এরই সঙ্গে তিনি গতকাল বুধবার জোড়া মাইলফলক গড়লেন, তা সত্যিই অনন্য। এই জায়গায় অন্য কাউকে আসতে হলে অপেক্ষা করতে হবে দীর্ঘদিন।

বুধবার জিম্বাবুয়ের দেওয়া ২৪৭ রানের জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে টাইগাররা। ওপেনার লিটন ও ইমরুলের ঝড়ো ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে জিম্বাবুয়ের বোলাররা। এদিন উইকেটকিপার হিসেবে ২০০ ডিসমিসালের মাইলফলক স্পর্শ করার পর ব্যাট হাতে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন উইকেটকিপার ব্যাটসম্যান।

সব মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে মুশফিকের ডিসমিসাল সংখ্যা হলো ২০১টি। মুশফিকের পরের অবস্থানটি নিঃসন্দেহে খালেদ মাসুদ পাইলটের। ১২৬ ম্যাচে তার ডিসমিসাল সংখ্যা ১২৬টি। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে সেরা দশে নেই মুশফিক। তিনি রয়েছেন ১১ নম্বরে। আর ৫টি ডিসমিসাল করতে পারলেই তিনি প্রবেশ করবেন সেরা ১০ উইকেটরক্ষকের তালিকায়। ৪৮২টি ডিসমিসাল করে রেকর্ডের পাতায় শীর্ষে নাম লিখে রেখেছেন কুমার সাঙ্গাকারা। তবে বর্তমানে খেলা উইকেটরক্ষকদের মধ্যে শীর্ষে মহেন্দ্র সিং ধোনি। তার ডিসমিসাল সংখ্যা ৪২০টি। এ হিসাবে কিন্তু আবার মুশফিক রয়েছেন দুই নম্বরে। তবে অলটাইম হিসেবে মুশফিকের আগে আরও রয়েছেন পাকিস্তানের মঈন খান (২৮৭), নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম (২৪২), অস্ট্রেলিয়ার ইয়ান হিলি (২৩৩), পাকিস্তানের রশিদ লতিফ (২২০), শ্রীলঙ্কার কালুভিথারানা (২০৬) এবং ওয়েস্ট ইন্ডিজের জেফ ডুজন (২০৪)।

এদিকে, বুধবারের আগে তিন ফর্মেটের ক্রিকটে সব মিলিয়ে মুশফিকের সংগ্রহ ছিল ৯৯৭৫ রান। এদিন ২৫ রান করে ১০ হাজারি ক্লাবের সদস্য পদ লাভ করেন টাইগার ক্রিকেটার।

ওয়ানডে ক্রিকেটে ১৯৩ ম্যাচ খেলে ৫ হাজার ১৪৫ রান করেছেন বাংলাদেশ দলের এই তারকা ক্রিকেটার। টেস্ট ক্রিকেটে ৬২ ম্যাচ খেলে করেছেন ৩ হাজার ৬৯৯ রান। আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফর্মেটে করেছেন ১ হাজার ১৩১ রান। তিনি ১২ বছর ক্রিকেটে খেলে তিন ফরম্যাট মিলে ৩৬১তম ইনিংসে এই মাইলফলক গড়লেন মুশফিক। অথচ তার চেয়ে দুই বছর কম খেলে বুধবারই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি।

এদিকে, বাংলাদেশের হয়ে এই রেকর্ডের ভাগিদার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ৩৫০ ইনিংসে সাকিব আল হাসানের রান এখন ১০ হাজার ৫৪২। আর ৩৫৭ ইনিংসে তামিমের রান ১১ হাজার ৮৮৪।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি